শিব্বির আহমদ রানা::
চট্টগ্রামের বাঁশখালীতে কাদায় আটকে পড়া হাতি উদ্ধার থেকে চিকিৎসাধিন অবস্থায় দীর্ঘ ২২ দিন পর গত শুক্রবার মারা গেছে। আজ শনিবার (২৯ মার্চ) সকালে বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় হাতিটির ময়না তদন্তের পর মাটি চাপা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিৎ করেছেন বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
বনবিভাগ সূত্রে জানা যায়, 'গত ৫ মার্চ বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গহীন অরণ্যের বাইশ্যার জুম এলাকার ডোবায় হাতিটি আটকা ছিল। ৪০ বছর বয়সী হাতিটি ডোবায় আটকে পড়ায় তার বিভিন্ন অঙ্গ-পত্যঙ্গ অবশ হয়ে যায়। ৬ মার্চ দিনবর চেষ্টা করে এলাকাবাসীর সহায়তায় হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও সেবা দেয় হয়।'
৭ মার্চ থেকে চিকিৎসা, খাদ্য ও পরিচর্যা শুরু করে বন বিভাগ। সর্বশেষ ১২ মার্চ মন্ত্রণালয় কর্তৃক গঠিত প্রফেসর ডা. বিবেক, সিভাসো চট্টগ্রামের তত্বাবধানে চার চিকিৎসকের মেডিক্যাল টিম সরজমিনে এসে হাতিটির চিকিৎসা করেন এবং প্রতিনিয়ত তদারকি করেন।
বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, 'দেশীয় চিকিৎসক তাছাড়াও ইন্ডিয়া ও শ্রীলংকান বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও অন্যন্য সেবা দিয়েও অবশেষে হাতিটি বাঁচানো সম্ভব হয়নি। গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় হাতিটি মারা যায়।'
স্থানীয়রা জানান, 'হাতিটি উদ্ধারের সপ্তাহ আগে থেকেই এলাকাবাসী ও বন বিভাগের অজান্তে কাদায় আটকে থাকায় খাদ্য সংকট ও শারীর দুর্বলতায় অবশ হয়ে পড়েছে হাতিটি শরীর।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত