শিব্বির আহমদ রানা::
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, 'দেশে হোম ডেলিভারীর কারণে প্রতি একশো জনে পাঁচজন করে শিশু প্রতিবন্ধি হয়। যার ঘরে প্রতিবন্ধি সন্তান আছে সে জানে প্রতিবন্ধি সন্তান কতো বড় বোঝা। আপনারা যারা চিকিৎসক অনুরোধ করবো, রোগী ও রোগীর অভিভাবকদের ডেলিভারী বিষয়ে সচেতন করুন। হোম ডেলিভারীকে না বলুন।প্রাতিষ্ঠানিক ডেলিভারী বিষয়ে সচেতন করুন। মেডিকেলে/প্রতিষ্ঠানে ডেলিভারী করা হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। বাড়িতে করলে অনেক ঝুঁকিপূর্ণ হয়। প্রাতিষ্ঠানিক ডেলিভারীতে প্রতিবন্ধি হওয়ার কোনো ঝুঁকি থাকে না।'
বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার এস.কেবি কনভেনশন হলরুমে দুপুরে বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার'স (ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. জাহাঙ্গির আরও বলেন, 'আপনারা যারা পল্লীচিকিৎসক, আপনারা আমাদের দেশের সম্পদ। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন প্রান্তিকে সেবা দিয়ে আমাদের সহযোগীতা করে যাচ্ছেন। গ্রামের একটি লোক অসুস্থ হলে প্রথম ডাক্তারি সেবা আপনারাই দেন। আপনাদের অবদান অস্বীকার করার কিছুই নেই। আপনাদেরও ভালো প্রশিক্ষণ দরকার। যতটুকু জ্ঞান আছে ততোটুকুই কাজে লাগাবেন। প্রশিক্ষণ নিন, প্রশিক্ষণের বিকল্প নেই।'
সোসাইটির বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আশেক এলাহী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এন রাসেল এর সঞ্চালনায় এ সময় প্রধান মেহমানের বক্তব্য রাখেন প্রবীণ চিকিৎসক ডা. ফররুখ আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ডা. আসিফুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হামিদা আকতার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আইয়াজ সিকদার।
এ সময় উপজেলার শতাধিক পল্লিচিকিৎসক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত