বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকায় অসহায় দশ বর্গাচাষীর লবণ মাঠের পলিথিন কেটে ফুটো করে দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে লবণ চাষীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী লবণচাষীরা।
রবিবার ভোর রাতে উপজেলার সরল ইউপির ১ নম্বর ওয়ার্ডের উত্তর সরল বঙ্গোপসাগর উপূকলীয় তাজুর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন- মো. আব্দুল মালেক, সুলতান, মো. আজিম, মো. আশিক, ছবুর, মো. আনিছ, মো. দেলোয়ার, জাফর ও মোস্তাক আহমদ।
এ ঘটনায় ভুক্তভোগী লবণ চাষী আবদুল মালেক বাদী হয়ে স্থানীয় ৩০ জনকে আসামি করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা পুলিশের একটি টিম।
অভিযোগ সুত্রে জানা যায়, ‘পবিত্র শবে বরাতের নামাজের জন্য লবণচাষীরা নিজ নিজ গ্রামে চলে যায়। এ সুযোগে স্থানীয় কিছু বখাটে ও সন্ত্রাসী ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যায়। একইসাথে লবণ লুট করে যাওয়ার সময় দলবল নিয়ে লবণ চাষীদের ৬০ একর লবণ মাঠের ১৫ লক্ষ টাকার পলিথিন এবং ফুটন্ত' লবণ নষ্ট করে ফেলে। পরে খবর পেয়ে স্থানীয় লবণ চাষীরা প্রতিহত করতে চাইলে তাদের প্রাণ নাশের হুমকি প্রদান করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।'
ভুক্তভোগী লবণ চাষী আবদুল মালেক বলেন, ‘পবিত্র শবে বরাতের কারণে চাষীরা নিজ নিজ গ্রামে নামাজ পড়তে যায়। এই সুযোগে রাতের আঁধারে আমাদের লবণ মাঠে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে তারা। ৬০ একর লবণ মাঠের পলিথিন কেটে 'অর্ধ ফুটন্ত' লবণ নষ্ট করে ফেলেছে। সাথে ৩০০ মণের বেশি লবণও নিয়ে গেছেন সন্ত্রাসীরা। এতে আমাদের ১৫/১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমরা বাঁশখালী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।'
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত