বাঁশখালী সংলাপ::
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ডুলাহাজার সাফারি পার্ক ও কক্সবাজার সমুদ্র সৈকতে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৭টায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি ডা. আশেক এলাহী রনি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এস.এন রাসেল এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণের শুভ সুচনা হয়। এতে প্রধান মেহমান ছিলেন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ডা. মোহাম্মদ আইয়াজ সিকদার। বিশেষ মেহমান ছিলেন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ডা. আবদুর রহিম, সংবাদকর্মী মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, রিয়াদুল ইসলাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন সোসাইটির কার্যকরী সভাপতি ডা. আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডা. জসিম মাহমুদ তালুকদার, সহ সভাপতি ডা. জাকারিয়া, ডা. বাবলা ধর, ডা. শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. টিটু ধর, অর্থ-সম্পাদক ডা. মাহবুব এলাহী, ডা. ফরহাদ উল্লাহ, ডা. এরশাদ, ডা. ফরিদ, ডা. নিবেদিতা পাল, ডা. কাশেফা আকতার, ডা. রুমা আকতার, ডা. আবু ছৈয়দ, ডা. রিদুয়ান, ডা. জসিম উদ্দিন (জুনিয়র) সহ অন্যান্য সদস্য ও পরিবারের সদস্যরা আনন্দ ভ্রমণে অংশ গ্রহণ করেছে।
ভ্রমণ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আইয়াজ সিকদার কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ডা. মুনির উদ্দিন চৌধুরী কে সোসাইটির চট্টগ্রাম জেলার সভাপতি হিসেবে ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত