ঢাকা, ২৩ অক্টোবর ২০২৪: বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর ক্ষমতাবলে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এবং এই সংগঠনকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ১৫ বছরে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, গণরুমে নির্যাতন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, ধর্ষণ, যৌন নিপীড়ন, এবং টেন্ডারবাজি সহ নানা অপরাধে সংগঠনের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। সরকার দাবি করেছে যে, গণমাধ্যমে এসব অপরাধের যথাযথ প্রমাণ উপস্থাপিত হয়েছে এবং আদালতেও কিছু ক্ষেত্রে এসব অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে।
সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫ জুলাই ২০২৪ থেকে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর সশস্ত্র আক্রমণ এবং তাদের হত্যা করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ছাত্রলীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এসব কারণেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার একদিন আগে জারি করা হলো।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত